• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইরানি নারীদের স্টেডিয়ামে নিতে ফিফার চাপ!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

ইরানের ফুটবল এগিয়ে যাচ্ছে। মাঠে ভালো করছে ইরানের মেয়েরাও। তবে ইরানের কোনো স্টেডিয়ামে নারীদের এখনও প্রবেশের অনুমতি নেই। ধর্মীয় মূল্যবোধের কারণেই এমন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইরান।

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই অবস্থার পরিবর্তন চায়। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তো বলতে গেলে মোটামুটি একটা হুমকিই দিয়ে দিলেন-মেয়েদের মাঠে প্রবেশ করতে দিতে হবে।

মূলত গত মাসের এক ঘটনাতেই নড়েচড়ে বসেছে ফিফা। নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তেহরানের আজাদি স্টেডিয়ামে ছদ্মবেশে ঢোকার চেষ্টা করেছিলেন সাহার খোদায়ারি নামের একজন।

‘ব্লু গার্ল’ নামে পরিচিত ২৯ বছর বয়সি সাহার খোদায়ারি গত মার্চ মাসে তার প্রিয় ইরানি ফুটবল ক্লাব এস্তেগলালের খেলা দেখতে পুরুষের বেশ ধরে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। নীল রঙের পরচুলা পরেছিলেন তিনি, গায়ে ছিল ওভারকোট, তারপরও স্টেডিয়ামে ঢোকার সময় ধরা পড়ে যান।

গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হন সাহার খোদায়ারি। কিন্তু গত সপ্তাহে তার ছয় মাসের সাজার রায় দেন আদালত। এরপর আদালতের বাইরেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ওই নারী।

এবার ফিফার সভাপতি বলেছেন, নারীদের স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে ইরানকে। সংস্থাটির সভাপতি ইনফান্তিনো বলেন, ‘আমি ইরানিয়ান ফেডারেশনের সঙ্গে আগেও যোগাযোগ করেছি। বর্তমানে ইরানে আমাদের ফিফার একটি প্রতিনিধি দল আছে। আশা করছি, ভালো খবরই আসবে। আমাদের অবস্থান পরিস্কার এবং কঠিন। নারীদের ইরানের ফুটবল স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে।’

বর্তমানে বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ে ২৩ নাম্বারে আছে ইরান। আগামী ১০ অক্টোবর তারা বিশ্বকাপ বাছাইপর্বেরে ম্যাচে খেলবে কম্বোডিয়ার বিপক্ষে।