• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বর্ষা ঋতুর শাক সবজী

ইলিশা কচু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

উপকরণঃ

পানি কচুর ডগা- ১টা মাঝারী কচুর, ইলিশ মাছের মাথা এবং লেজ- ১টা মাছের, পিয়াজ কুচি-১/২ কাপ, রসুন কুচি-১ টেবিল চামচ, বম্বাই মরিচ কুচি- ১/২টা, লবণ- স্বাদমতো, হলুদ গুড়া - ২/৩ চা চামচ, লেবুর রস- ১টা লেবুর, তেল- ৩ টেবিল চামচ ।

প্রণালীঃ

পানি কচুর ডগা ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াই এ নিয়ে মাঝারী আঁচে চুলায় বসান।লবণ, হলুদ গুড়া এবং বোম্বাই মরিচ কুচি দিয়ে ঢেকে দিন।৫-৭ মিনিট পর পানি বের হতে শুরু করলে ঢাকনি আলগা করে দিন।সিদ্ধ হলে কচুর ডগা ভাল করে ঘুটে ভেঙ্গে দিন।

ইলিশের মাথা এবং লেজ ছোট টুকরো করে কেটে লবণ ও সামান্য হলুদ মাখিয়ে নিন।প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে এগুলো ভেজে  উঠিয়ে সিদ্ধ কচুর মধ্যে দিয়ে দিন।নেড়েচেড়ে মিশিয়ে মাছ সিদ্ধ হয়ে কচু মজা পর্যন্ত রান্না করুন।ইলিশের  মাথা-লেজ ভাজা তেলের সাথে বাকি ২ টেবিল চামচ তেল যোগ করে পিয়াজ-রসুন কুচি দিয়ে লালচে করে ভাজুন।তেল সহ ভাজা পিয়াজ রসুন কচুতে ঢেলে দিন।নেড়েচেড়ে মিশিয়ে লেবুর রস ছড়িয়ে  নামিয়ে নিন।