• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঈদযাত্রীদের হয়রানি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নাড়ির টানে কোরবানীতে বাড়ী ফেরা মানুষগুলো গত তিনদিন ধরে কর্মস্থালে ফিরতে শুরু করছে। লঞ্চ,ইষ্টিমার, বাসসহ সব ধরনের যাত্রীদের যাতায়তাতে ভোগান্তি শিকার যাতে না হয় তার  জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যপক নিরাপত্তার দিকে নজরদারী রাখছেন। ঈদযাত্রায় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কর্মস্থালে ফিরে আসা মানুষগুরোর যানবাহন চলকদের বেপরোয়া গাড়ির গতি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে পিরোজপুরের হুলারহাট লঞ্চ ও ইষ্টিমার ঘাটসহ নৌ-পথের ১৭ পয়েন্টে এবং সড়ক পথের বাস স্ট্যান্ডের ১৩ পয়েন্টে টহল দিচ্ছে প্রশাসান। এছাড়াও  ঈদযাত্রায় সংশ্লিষ্ট সমিতির কর্মকর্তারাও দুর্ঘটনা এড়াতে রয়েছেন মাঠে। তবে পিরোজপুর বাস ও লঞ্চ সমিতির কর্মকর্তারা বলছেন, গত বছরের ঈদুল আযহার তুলনায় এবার সড়ক দুর্ঘটানা  ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। এর পাশাপশি মৃত্যুর সংখ্যাও কমে আসছে বলে জানান। তবে নৌপথে লঞ্চে যাতায়তে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।