• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

উচ্চ ঝুঁকিতে থাকা এসব মানুষকে ঘরে থাকতে হবে ৩ মাস

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

 

যেসব ব্যক্তিরা শারীরিকভাবে একেবারে দুর্বল অবস্থায় রয়েছেন তাদের অন্তত ১২ সপ্তাহ (৩ মাস) বাড়িতে অবস্থান করতে হবে। এমন নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার। 

জানা যায়, যাদের অ্যাজমা রয়েছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেশি। এই কারণে করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানকার ১৪ লাখ মানুষ উচ্চ ঝুঁকিতে রয়েছেন। 

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগামীকাল (আজ সোমবার) থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে ঘরে থাকতে বলা হচ্ছে। এ নির্দেশনা ও পরামর্শ সংক্রান্ত চিঠি ঝুঁকিতে থাকা সবার কাছে পৌঁছে দেওয়া হবে।’

কারা ঘরে থাকবেন? 

১. অঙ্গ পরিবর্তন করা হয়েছে এমন ব্যক্তি। 
২. ক্যানসার হয়েছে এমন কেউ। 
৩. জন্মগতভাবে শারীরিক সমস্যা রয়েছে যাদের। 
৪. যারা শ্বাসকষ্টে ভুগছেন 
৫. যাদের হজমে গুরুতর সমস্যা রয়েছে।
৬. অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তি। 

যেসব নির্দেশনা মানতে হবে

১. বাড়ি থেকে বের হবেন না।
২. সমস্যা রয়েছে এমন কারও সঙ্গে মিশবেন না।
৩. কোনো ধরনের জনসমাগম স্থলে যাবেন না।
৪. যোগাযোগের জন্য মোবাইল, ফোন, ইন্টারনেট ব্যবহার করুন।
৫. কেনাকাটা অনলাইনে সারতে পারেন।

করোনা ভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। আপনার যদি উপরিউক্ত শারীরিক সমস্যা থাকে তবে ঘরে অবস্থান করুন।