• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

উন্নয়নের কোন শেষ নেই, আমি উন্নয়নের অনেক স্বপ্ন দেখি -মঞ্জু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮  

 

পিরোজপুর প্রতিনিধি: 

  আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি, এমনটাই দাবি করেছেন আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের পিরোজপুর-২ আসনে সাইকেল প্রতীকের প্রার্থী পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। 
বুধবার বিকেলে পিরোজপুরের কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
জাতীয় পার্টি’র (জেপি- মঞ্জু) চেয়ারম্যান মঞ্জু আরও বলেন, বিএনপি’র লোকজন আগামী সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। তাই আওয়ামীলীগ ও জেপি-মঞ্জু নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আপনারা তাদের কোন উষ্কানিতে পা দিবেন না। 
কাউখালী সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও জেপি আয়োজিত সভায় কাউখালী সদও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, মঞ্জু’র স্ত্রী সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ ।