• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রবেশমুখে জীবানুনাশক স্প্রে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ করোনা প্রতিরোধে ৬ষ্ঠ দিনের মত ভান্ডারিয়া উপজেলা চলছে লকডাউন। বন্ধ রয়েছে গণ পরিবহন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর বের হচ্ছেন না। ওষুধের দোকান ব্যতিত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাছ,মাংস সবজি ও মুদি দোকান খোলা থাকলেও উপস্থিতি খুবই কম।  গত ২৩ মার্চ উপজেলা প্রশাসনের ঘোষনার মধ্য দিয়ে ভান্ডারিয়া উপজেলা লকডাউন করা হয়। উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলার ৮টি প্রবেশ মূখে নিয়মিত জীবানুনাশক স্প্রে, ৩৯টি থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ, মাইকিং, ঘরে ঘরে চাল-ডালসহ খাদ্য সামগ্রী পৌছে দিতে প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়মিত কাজ করছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, এখনও হোম কোয়ারেন্টিনে রয়েছে বিদেশ ফেরত ৪০ জন প্রবাসী। এ পর্যন্ত ১২ জন লোক কোয়ারেন্টিন শেষ করে বাড়ীতে ফিরে গেছেন। এ পর্যন্ত  করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।