• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রান্নাবান্না

এগ মিঠাই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

এগ মিঠাই খুবই মজাদার একটি রেসিপি। তৈরি করতেও নেই কোনো ঝামেলা। তাছাড়া ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায় বেশ কিছুদিন। চলুন তবে জেনে নেয়া যাক অসাধারণ স্বাদের এগ মিঠাই তৈরির রেসিপিটি-  

উপকরণ: ডিম ৬ টি, ঘি আধা কাপ, মাওয়া ১ কাপ, চিনি ১ কাপ, ফ্রেশ ক্রিম বা ঘন দুধ ১কাপ, কাঠ বাদাম আধা কাপ, সুজি ১ টেবিল চামচ (১ টেবিল চামচ দুধে ১০ মিনিট ভিজিয়ে নিন), গোলাপজল ১ চা চামচ, জাফরান সামান্য।

প্রণালী: প্রথমে কাঠ বাদাম গরম পানিতে ৪ থেকে ৫ মিনিট ফুটিয়ে নিন। এবার বাদাম ছিলে পাটায় পেস্ট করে নিন। ওভেন প্রুফ পাত্রে ঘি মেখে নিন। ওভেন ১৭০ সেলসিয়াসে প্রি হিট করুন। ব্লেন্ডারে মাওয়া, ভেজানো সুজি, ক্রিম, ডিম, চিনি, বাদাম পেস্ট, গোলাপজল, জাফরান ও ঘি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি পাত্রে ঢেলে নিন। উপরে কাঠবাদাম কুচি ছিটিয়ে দিন। ওভেনে দিয়ে ৪০ মিনিট বেক করুন। উপরে বেশি ব্রাউন হয়ে গেলে ফয়েল বা কোন ঢাকনা দিয়ে ঢেকে দিন, নইলে পুড়ে যাবে। এবার টুথপিক দিয়ে চেক করুন, হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার এগ মিঠাই। এবার ঠাণ্ডা হলে পিস করে সুন্দর ভাবে পরিবেশন করুন। ওভেন ছাড়াও চুলায় কেকের মতো সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু এগ মিঠাই।