• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

এমপি আবুল হাসানাত আবদুল্লাহ হাসপাতালে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে শ্বাসকষ্টজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার একান্ত সচিব মো. খায়রুল বাশার।

খায়রুল বাশার বলেন, ‘স্যারের কাল বিকালের পর থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমতে শুরু করে। বাসায় অক্সিজেন দেওয়া হয়। একপর্যায়ে তা নব্বইয়ের নিচে নেমে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) তার বড় ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবন এলাকায় তার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আবুল হাসানত আবদুল্লাহ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি বরিশাল-১ আসনের ১২ বার নির্বাচিত সংসদ সদস্য। এর আগের সরকারের সময়ে হাসানাত আবদুল্লাহ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।