• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঐক্যফ্রন্টের মন জয় করতে পারলেন না আসিফ নজরুল!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

 

বিগত ১০ বছরে বহুবার সরকার বিরোধী কথা বলে আলোচিত-সমালোচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। বিএনপির রাজনীতিতে সামান্য জায়গা পাওয়ার জন্য এমন মন্তব্য করলেও বিএনপি তাকে নূন্যতম মর্যাদাটুকু দেয়নি। যার প্রমাণ পাওয়া গেলো ১৬ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে।

১৬ সেপ্টেম্বর (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক মানববন্ধনে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সারা জীবন বিএনপির পক্ষে কথা বলে গেলাম কিন্তু কিছুই পেলাম না। সব শেষে প্রতিটি জায়গায় আওয়ামী লীগই আমাকে সম্মানিত করেছে। বর্তমান বিএনপির অবস্থা খুব খারাপ, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো একতা নেই।

এ সময় ঐক্যফ্রন্টের দুর্বলতার কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতি করবেন, সবাই ঐক্যবদ্ধ হবেন আর বেগম খালেদা জিয়ার মুক্তি চাইবেন না; এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। কারণ, ভোট আপনাদের না, ভোট বেগম খালেদা জিয়ারই। আপনাদের এইটুকু বোধোদয় হতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেয়ার ক্ষমতা উনার (খালেদা জিয়ার) যেটুকু আছে, আপনাদের তা নাই।

এদিকে ড. আসিফ নজরুলের এমন মন্তব্যে খেপেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, ঐক্যফ্রন্ট কিভাবে, কোন কৌশলে রাজনীতি করবে তা ঐক্যফ্রন্টের নিজস্ব ব্যাপার। ঐক্যফ্রন্ট আসিফ নজরুলকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেয়নি। নানা ঘাটের পানি খেয়ে আসিফ নজরুল তার নিজস্বতা হারিয়েছেন। তিনি কি রাজনীতিবিদ নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা অনেকেই বুঝতে পারছেন না! আসিফ নজরুলের প্রতি আহ্বান থাকবে, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দিন। তবেই আপনার জীবনে উন্নতি হবে।