• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ওষুধ পাচারকারী চক্রের হোতা রিমান্ডে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

সরকারি ওষুধ পাচারকারী চক্রের মূল হোতা অফিস সহকারী সাহের জামালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শওকত আলী আবেদন রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২০ জুলাই বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ পাচার চক্রের দুই সক্রিয় সদস্যসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এদের একজন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী সাহের, দুইজন পাচারকারী চক্রের সদস্য ও বাকি চারজন ফার্মেসির মালিক।

পুলিশ তাদের কাছ থেকে কয়েক লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করেছে।