• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনা আক্রান্ত বাবাকে পানি দিতে গেলেও আটকাচ্ছেন মা! (ভিডিও)

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ মে ২০২১  

করোনা আক্রান্ত হয়ে বাবা পড়ে আছেন মাঠের মধ্যে। উদ্বিগ্ন মেয়ে পানি দিতে যাচ্ছেন অসুস্থ বাবাকে। কিন্তু তাকে যেতে দিচ্ছেন না মা। গায়ের জোরে আটকে রেখেছেন তাকে। বাবাকে পানি দিতে না পেরে অঝোরে কাঁদছেন মেয়ে। 

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। এই ঘটনার ভিডিও দেখিয়ে দিচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার পর কেবলমাত্র সামাজিক সচেতনতার অভাবে কীভাবে পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ।

জানা গেছে, কোভিড আক্রান্ত বছর ৫০-এর ওই ব্যক্তি কাজ করতেন বিজয়ওয়াড়ায়। কোভিডে আক্রান্ত হওয়ার পর শ্রীকাকুলামে নিজের গ্রামে ফেরেন তিনি। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যেই পড়ে ছিলেন তিনি। সেখানেই বাবাকে পানি দিতে এসেছিলেন ১৭ বছরের মেয়ে। তখনই তাকে পিছন থেকে চেপে ধরেন তার মা। মায়ের ভয়, মেয়ে বাবার কাছে গেলে তারাও করোনায় আক্রান্ত হয়ে পড়বেন।

ভিডিওতে দেখা যায়, মায়ের বাধা সত্ত্বেও বাবাকে শেষ পর্যন্ত পানি দিতে সক্ষম হয়েছেন মেয়ে। জানা গেছে, এই ঘটনার কিছুক্ষণ পরই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার পরিবারের লোকেদের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।