• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনাভাইরাস নয় জ্বর, হাসপাতাল ছাড়লেন চীনা নারী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

করোনাভাইরাস সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চীনের সেই নারী। সম্প্রতি জ্বর-সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার মাঝে করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার ওই নারীকে রমেক হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার রক্ত, লালা ও ঘাম রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলে তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে ওই নারীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন ওই নারী। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত।