• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনাভাইরাস, মৃত ৪৭২৪১, গুরুতর ৩৫৪৭৮; আক্রান্ত ৯ লক্ষাধিক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার সাতশ ৫১ জন। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৯৪ হাজার দু'শ ৮৬ জন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার দু'শ ৪১ জন। আক্রান্তদের মধ্যে ৩৫ হাজার চারশ ৫৮ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছে আট হাজার আটশ ৭৮ জন। এখন পর্যন্ত প্রাণ গেছে পাঁচ হাজার একশ ১০ জনের। আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার পাঁচ জনের অবস্থা গুরুতর।

এদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার পাঁচশ ৭৪ জন হলেও তুলনামূলক মারা গেছে অনেক বেশি। সে দেশে এখন পর্যন্ত ১৩ হাজার একশ ৫৫ জন মারা গেছে এবং গুরুতর অবস্থায় আছে চার হাজার ৩৫ জন।

স্পেনে এক লাখ চার হাজার একশ ১৮ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯ হাজার তিনশ ৮৭ জন। অন্যদিকে জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার নয়শ ৮১ জন। তবে মারা গেছে নয়শ ৩১ জন।