• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনার সময়ে সিঙ্গাপুরের মন্ত্রী-এমপিদের অনন্য দৃষ্টান্ত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০  

 


সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের সহায়তার জন্য বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির মন্ত্রী ও সংসদ সদস্যরা। পাশাপাশি দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাও করোনাভাইরাস মোকাবিলায় অর্ধেক মাসের বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী হেইং সুই ক্যাট এমন তথ্য জানিয়েছেন। সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় তিনি আরো জানান, রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকোবও স্বতঃপ্রণোদিত হয়ে এক মাসের বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

দেশটির জনপ্রশাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, সিঙ্গাপুরের সব সংসদ সদস্য তাদের এক মাসের বেতন-ভাতা নেবেন না। সরকারি উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তাও তাদের অর্ধেক মাসের বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা দিয়েছেন। এসব কর্মকর্তার মধ্যে সচিব, উপসচিব এবং বিভিন্ন বিভাগের নির্বাহী প্রধানরা রয়েছেন।

একই সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা হেইং সুই ক্যাট সংসদে দাঁড়িয়ে আরো বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মরণঘাতী ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হব। আমাদের দেশের সব নাগরিক ও প্রতিষ্ঠান করোনাভাইরাস প্রতিরোধে সক্রিয়া ভূমিকা রাখছে।