• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনায় ব্যাংকিংয়ের সময়সূচি নিয়ে নতুন সার্কুলার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

করোনভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে সব জায়গায় অস্বাভাবিক অবস্থা বিরাজ করেছে। ঢাকাসহ সারা দেশকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করে জোনভিত্তিক ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের এসব পদক্ষেপের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংক খাতের জন্য নতুন সিদ্ধান্ত দেয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সারা দেশে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর রেড জোনে সাধারণত শাখা বন্ধ থাকবে।

তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত হলেও ২টা পর্যন্ত লেনদেন এবং ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।