• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনায় মৃত ব্যক্তির দাফন সৎকারে ভান্ডারিয়ায় কমিটি গঠন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত  ব্যক্তির লাশ  দাফন ও সৎকারে ১৩  সদস্য  বিশিষ্ট  কমিটি গঠন করা  হয়েছে। কমিটির  সদস্যরা  হলেন, ভান্ডারিয়া  উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মো. জাকারিয়া আল কাসেমি (টিমলিডার), ইসলামী  ফাউন্ডেশনের  মডেল কেয়ারটেকার মো. আবুল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মো.হাবিবুর রহমান, মো. এনায়েত হোসেন, মো.শাহদাত হোসেন, উপজেলার  স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম আব্দুল সালাম, মরিয়ম বেগম, সালেহা বেগম (মৃতদেহ দাফন / সৎকারকারী)  কালু মিস্ত্রী, হরলাল কর্মকার, দেব ব্রহ্ম, উজ্জল কর্মকার, পলাশ কর্মকার।
এছাড়া গাড়ির চালক রাহাত, ভান্ডারিয়া থানার এস.আই সদস্য সচিব সামছুল আলম, সার্বিক তত্ত্ববধানে আব্দুল হালিম নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সেপেক্টর ।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম জহিরুল ইসলাম জানায় করোনা সংক্রমণে মৃতদের লাশ দাফন-সৎকারে ভান্ডায়িা উপজেলায় সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা  হয়েছে । এদেরকে পিরোজপুর সির্ভিল সার্জন অফিসে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।