• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

করোনায় সবচেয়ে বিপর্যস্ত যে দশটি দেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনা ভাইরাসে ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব। ভাইরাস ছড়িয়েছে প্রায় ১৮৩ টি দেশে। প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৪৪০ জন। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ৬৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ হাজার ৭০ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। তবে, চীনে প্রথম এই ভাইরাস ধরা পড়লেও তারা করোনার চিকিৎসার জন্য স্থাপিত সর্বশেষ হাসপাতালটিও বন্ধ ঘোষণা করেছে।

কিন্তু ভাইরাসটি এখনো দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। বর্তমানে ইতালি ও ইরানে চলছে ভয়াবহ পরিস্থিতি। এদিকে ভারতও ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা। ভারতের ৩০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

আক্রান্ত দেশগুলোর শীর্ষে আছে যে দশটি দেশ, দেখে নিন তার তালিকা (২০ মার্চ ২০২০ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে):

১. ইটালি
মোট আক্রান্ত ৪১ হাজার ৩৫ জন। করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে। সেখানে মৃতের সংখ্যা তিন হাজার ৪০৫। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৪০ জন।

২. চীন
বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে। সেখানে মোট আক্রান্ত ৮১ হাজার ১৯৯জন। মারা গেছেন তিন হাজার ২৫৩ জন। কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি। চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ২৬৬ জন।

৩. ইরান
মোট আক্রান্ত ১৮ হাজার ৪০৭ জন। মারা গেছেন এক হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৭৯ জন।

৪. স্পেন
মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮০ জন। মারা গেছেন এক হাজার দুই জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৮ জন।

৫. ফ্রান্স
মোট আক্রান্ত ১১ হাজার ১০ জন। মারা গেছেন ৩৭২ জন। সুস্থ হয়েছেন ১২জন।

৬. মার্কিন যুক্তরাষ্ট্র
মোট আক্রান্ত ১৪ হাজার ২৫০ জন। মারা গেছেন ২০৫ জন। সুস্থ হয়েছেন ১২১ জন।

৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৬ জন। মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬৫ জন।

৮. দক্ষিণ কোরিয়া
মোট আক্রান্ত আট হাজার ৬৫২ জন। মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৪০ জন।

৯. নেদারল্যান্ডস
মোট আক্রান্ত দুই হাজার ৪৬৮ জন। মারা গেছেন ৭৭ জন। সুস্থ হয়েছেন দুজন।

১০. জার্মানি
মোট আক্রান্ত ১৫ হাজার ৩২০ জন। মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন।