• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনায় সাবেক বিএনপি নেতার মৃত্যু, লাশ দাফন করল ছাত্রলীগ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ মে ২০২০  

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাবেক বিএনপি সভাপতি মো. আবদুস সালাম ভূঁইয়ার মরদেহের গোসল, কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করেছে হ্যালো ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’র একটি টিম।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোসেনপুরে তার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে স্থানীয়দের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করে হ্যালো ছাত্রলীগ।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুস সালাম ভূঁইয়া। তিনি উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান ও দেবিদ্বার উপজেলার সাবেক বিএনপির সভাপতি।

স্থানীয়রা মনে করছেন, করোনা আক্রান্ত হওয়ার ভয়ে যখন মৃত বাবা-মায়ের লাশের পাশে ছেলেমেয়ে, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী কেউ আসছে না। ছাত্রলীগ জীবনের সর্বাধিক ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তির জানাজা, দাফন ও কাফন করেছে এটা একটি বিস্ময়কর ব্যাপার।

বিএনপির এই নেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘ছাত্রলীগের “ওরা ৪১ জন” টিমকে ধন্যবাদ। তারা মানুষের এমন দুর্দিনে এগিয়ে এসেছেন। আমি মনে করি, ছাত্রলীগ শুধু রাজনীতিই করে না, তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতেও জানে, এটাই আজ প্রমাণিত। আমার পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, দেশের এমন কঠিন সময়ে ছাত্রলীগ এগিয়ে এসে অনন্য নজির স্থাপন করেছে। সর্বাধিক ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন করা এটি একটি মহৎ উদ্যোগ।

কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইকবাল হোসেন রুবেলের সার্বিক সহযোগিতায় ‘হ্যালো ছাত্রলীগ’র টিমে রয়েছেন ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, মো. আনোয়ার হোসেন বাপ্পু, মো. আমির হোসেন, তোফায়েল, কামাল উদ্দিন, নাজিম উদ্দিন, খালিদ সরকারসহ আরও অনেকে।