• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কারাগারে নারীসঙ্গ: সিনিয়র জেল সুপারসহ আরো দুইজন প্রত্যাহার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১  

গাজীপুরের কাশিপুর কেন্দ্রীয় কারাগারে হলমার্কের জিএম কয়েদিকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আরো দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃতরা হচ্ছেন- কারাগারের সিনিয়র জেল সুপার রত্না ও জেলার নুর মোহাম্মদ মৃধা।

এর আগে কয়েদিকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কারাগারের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছিল। ওই তিন কর্মকর্তারা হলেন- কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুমিনুর রহমান মামুন জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন কর্মকর্তাকে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দ্রুতই প্রত্যাহার করা হতে পারে।