• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কিশোর গ্যাংয়ের দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গ্রেফতার ৫

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল দিবাগত রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নাম- মো. হাসান (১৭), মো. শাকিল হোসেন (১৬), মো. হাসান (১৫), মো. রিয়াজ (১৮), মো. সুমন (২৬)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোহাম্মদপুরের লাউতলা বস্তি ও পার্শ্ববর্তী বোর্ডগার্ডের বরকত মিয়ার বস্তিতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সোয়া ৭টার দিকে চাঁদ উদ্যানের লাউতলা বস্তির ৬ নম্বর রোডের হাক্কাগুড়ায় দুই পক্ষের ৩০ থেকে ৩৫ জন দা, রামদা, চাপাতি, ছোরা ও লাঠিসোটা নিয়ে অবস্থান করে এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

‘তাৎক্ষণিক র‌্যাব-২ এর একটি টিম সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের ঘেরাও করলে অনেকে পালিয়ে যায়। তখন পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো দা, দুটি রামদা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে।’