• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কুমার শানুর জন্মদিন আজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

কুমার শানু। কিশোর কুমার পরবর্তী প্রজন্মের কথা যদি বলতে হয়, তবে অবধারিতভাবেই চলে আসে কুমার শানুর নাম। শুধু ভারত নয়, যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে এপার বাংলার সংগীতপ্রেমীরাও। আজ ২০ সেপ্টেম্বর সংগীতের এই কিংবদন্তির জন্মদিন।

উপমহাদেশের এ কিংবদন্তি শিল্পী ১৯৫৭ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছোট বেলায় বাবার কাছে গান আর তবলা শেখেন। নব্বইয়ের দশক থেকে এখনও তার গানে বুঁদ হয়ে থাকেন ভারতের পাশাপাশি এপার বাংলার সংগীতপ্রেমীরাও।

কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি শানুকে গান ও তবলা শিখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন। গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে কলকাতায়। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক।

চলচ্চিত্রে প্লেব্যাক ছাড়াও, দরাজকণ্ঠে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় সব গান।

তিনি পদ্মশ্রী ছাড়াও পেয়েছেন অসংখ্য সন্মাননা।