• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

খনি থেকে মিললো ৪৪২ ক্যারেটের হীরা!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০  

খনি থেকে ৪৪২ ক্যারেটের হীরার সন্ধান পেল এক শ্রমিক। এ ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। লেজোতোর একটি খনিতে কাজ করতে গিয়ে একজন শ্রমিক উদ্ধার করেন এই হীরেটি। বিএমও ক্যাপিক্যাল বাজারের একজন বিশ্লেষণ জানান, ওই হীরেটির বাজারদর প্রায় ১৮ মিলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা আনুমানিক ১৩৫ কোটি।

সূত্রের খবর, বড় আকার ও দুষ্প্রাপ্য হীরের জন্যই লেজোতোর লেতসেঙ খনি বিখ্যাত। এখানকার হীরে সবচেয়ে বেশি দামে বাজারে বিক্রি হয়। কয়েকবছর আগে ৯১০ ক্যারাটের গল্ফ বলের আকারের একটি হীরের খোঁজ মেলে ওই খনিতেই। ৪০ মিলিয়ান ডলারে বিক্রি হয়েছিল সেই হীরে।

খনির কর্তৃপক্ষ জানিয়েছে, অতিমারি আবহে কিছুটা হলেও কমেছে গয়নার চাহিদা। গয়না তৈরি করার জন্য ছোট আকারের হীরে প্রয়োজন। কিন্তু বড় হীরের বাজার প্রায় একই রয়েছে। এই হীরেটিও সঠিক মূল্যে বিক্রি হবে বলেই আশাবাদী তারা।