• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

খাবার আনবে বাবা-মা, সে-ই যে গেল আর এলো না

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

হৃদয়ে দাগ কাটার মত একটি ছবি ফেসবুক জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে- খাবারের অভাবে অনাহারে মরে কঙ্কাল হয়ে গেছে পাখির কয়েকটি ছানা। হয়তো ওদের মা-বাবা শিকারীর ফাঁদে পড়েছিল অথবা গুলিতে মারা গিয়েছিল। আর তারপর দিনের পর দিন অনাহারে থেকে পাখির ছানাগুলোর করুণ মৃত্যু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটি জানান দিচ্ছে এক অপেক্ষার কথা। ছবিটি মানবিকতাকে আঘাত করে। হয়তো কোন শিকারীর শিকার হয়েছিল ছানাগুলোর বাবা-মা। সন্তানের জন্য খাবার আনতে গিয়ে নিজেরাই কারো খোরাক হলো। ছবিটি সংগৃহীত হলেও একবার সেখানে নিজেকে ভাবুন! আপনার জন্য খাবার আনতে গিয়ে  বাবা-মা আর ফিরে এলো না। গুলিতে মারা গেল, তখন আপনার কেমন লাগবে?

আমরা-আপনারা যারা ভ্রমণ-পিপাসু আছি, আমাদের চোখের সামনে যদি কোন পাখি-শিকারীর দেখা পান, তাহলে তাদের প্রতিরোধ করুন অথবা বোঝানোর চেষ্টা করুন। আর একটি পাখি আর পাখির ছানার এমন করুণ মৃত্যু যেন আমাদের না দেখতে হয়।

এসব পাখি শিকার বন্ধের জন্য পরিবেশবাদী সংগঠন শিকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যে যে এলাকায় অতিথি পাখি আসে, সে এলাকায় পাখি নিধন সম্বন্ধে বিভিন্ন সভা করা যেতে পারে। পাখি শিকার বন্ধে প্রচারণা চালানো যেতে পারে। এলাকায় যারা পাখি শিকার করে, তাদের নামের তালিকা প্রস্তুত করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে দিলে তারা এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সাধারণ জনগণের সচেতনতাই পাখি শিকার বন্ধ করতে পারে।