• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

খাবারের অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সুদানের ৫ সিংহ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

 

পর্যাপ্ত খাবার না পাওয়ায় রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সুদানের রাজধানী খার্তুমের আল-কুরেশি উদ্যানের চিড়িয়াখানায় থাকা পাঁচটি আফ্রিকান সিংহ।

চরম অপুষ্টিতে ভোগা কঙ্কালসার এসব সিংহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, ওসমান সালিহ নামের এক ব্যক্তি এই সিংহগুলো ছবি ফেসবুকে পোস্ট করেন। তারপরই শুরু হয় সমালোচনার ঝড়।

ওসমান এসব সিংহের জন্য সাহায্যের আবেদন করেন। তার পোস্ট ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অনেকেই বাড়িয়ে দেন সাহায্যের হাত।

এ ব্যাপারে পরবর্তী সময়ে ওসমান আরেকটি পোস্ট করেন। তিনি জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বনদপ্তর বৈঠক করেছে। সিংহগুলোর জন্য পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে দুঃখের বিষয় হলো, ইতোমধ্যেই সিংহগুলোর শারীরিক অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। এদের বাঁচানো কঠিন বলে জানিয়েছেন পশু চিকিৎসকরা।

এ বিষয়ে জানতে চাইলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সরকারকে দায়ী করে জানান, অনেকদিন থেকেই পর্যাপ্ত খাবার নেই সেখানে। এতদিন নিজেরা খাবার কিনে সিংহগুলোকে খাইয়েছেন তারা।