• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

গণপূর্তমন্ত্রীর বাবার জানাজা সম্পন্ন, নাজিরপুরে হবে দাফন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯  

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল ক‌রিমের বাবা বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. আব্দুল খা‌লেক শেখের প্রথম নামাজে জানাজা ঢাকায় সম্পন্ন হয়েছে। তাকে দাফন করা হবে গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরের তারাবুনিয়ায় পারিবারিক কবরস্থানে।

আজ রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ২৪ বেইলী রোডে মন্ত্রীর বাসভবনে মরহুমের জানাজা সম্পন্ন হয়। এতে মরহুমের স্বজন-শুভানুধ্যায়ীদের পাশাপাশি মন্ত্রীর সহকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার আগে বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান শ. ম. রেজাউল করিম ।

জানাজা শেষে জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকেই আংকেল অসুস্থাবস্থায় চিকিৎসাধীন ছিলেন। আমাদের সহকর্মীর (শ. ম. রেজাউল করিম) জন্য এটা খুবই কঠিন সময়। আশা করি মরহুমের পরিবার এই শোক সামলে নিতে পারবে

এদিকে মন্ত্রী এক বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে জানিয়েছেন, আজ বাদ মাগরিব পিরোজপুরের তারাবুনিয়া গ্রামে তাদের পৈতৃক বাড়িতে মরহুমের আরেকটি জানাজা হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে চিরশায়িত করা হবে। এর আগে, সকাল ৭টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতা‌লে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. আব্দুল খা‌লেক শেখ (৯০)।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং গৃহায়ন ও গণপূর্ত স‌চিব মো. শহীদ উল্লা খন্দকার।