• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কাঁচা কাঁঠাল রান্না

গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জুন ২০২০  

উপকরণ:

১ কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি ১ কাপ পরিমাণ , হাফ চা চামচ মরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ জিরা গুঁড়ো , হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো , ১ চা চামচ ধনে গুঁড়ো , ২ টি তেজপাতা (মাঝ দিয়ে ছিঁড়ে), সাদা গোল মরিচ ৮ – ১০ টি (গুঁড়ো করে), লং ৭ – ৮ টি (গুঁড়ো করে), গরম মসলা ১ চা চামচ পরিমাণ (দারুচিনি ও এলাচ গুঁড়ো), লবণ স্বাদ মতো, ৩ চা চামচ সয়াবিন তেল। 

প্রণালী:

প্রথমে একটি হাড়ি নিয়ে ১ কেজির মতো গরুর মাংস নিতে হবে। এবার এক এক করে সব মসলা (পেঁয়াজ কুচি ১ কাপ, ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ১ টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ২ টো তেজপাতা, সাদা গোল মরিচ ৮ – ১০ টি, লং ৭ – ৮ টি , ১ চা চামচ গরম মসলা গুঁড়ো, লবন স্বাদ মতো, ৩ চা চামচের মতো সয়াবিন তেল) দিয়ে মাংসের সঙ্গে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আস্ত দারুচিনি বা এলাচ ও ব্যবহার করতে পারেন। এবার জ্বাল ফুল রেখে মাংসের হাড়ি চুলায় দিয়ে দিবেন। মাংস থেকে অনেক পানি ছাড়বে ওই পানি দিয়ে মাংস কষিয়ে নিতে হবে। বাড়তি কোন পানি না দেওয়াই ভালো। মাংস কষানোর জন্য ১০–১৫ মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। মাংসের তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন মাংস কষানো হয়ে গেছে। এবার ২ কাপ পানি দিয়ে মাংস সিদ্ধ করে কাঠাল মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছু সময় পর আর একটু পানি দিয়ে ৪ টি কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এভাবে কিছু সময় রান্না করলেই তৈরি হয়ে যাবে গরুর মাংস দিয়ে কাঁচা কাঠাল। এটি সুস্বাদু ও মজাদার খাবার।