• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঈদ রান্নায় রকমারি

গরুর মাংসের কালা ভুনা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন কালা ভুনা। এটি বাচ্চা থেকে বৃদ্ধ সবারই পছন্দের খাবার। তাই কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করতে পারেন গরুর মাংসের কালা ভুনা। চলুন তবে জেনে নেয়া যাক গরুর মাংসের কালা ভুনার রেসিপিটি- 

উপকরণ: এক কেজি হাড় ছাড়া গরুর মাংস, মরিচ গুঁড়া আধা চামচ, হলুদ গুঁড়া এক চামচ, জিরা গুঁড়া আধা চামচ, ধনে গুঁড়া আধা চামচ, পেঁয়াজ বাটা এক চামচ, রসুন বাটা দুই চামচ, আদা বাটা আধা চামচ, দারুচিনি, এলাচ পাঁচ থেকে ছয়টি, পেঁয়াজ কুঁচি আধা কাপ, কাঁচা মরিচ তিন থেকে চারটি, লবণ পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো। 

প্রণালী: মাংস কেটে ধুয়ে পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ রেখে সব উপকরণ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মাখানো মাংস হালকা আঁচে চুলায় তুলে দিন। কিছুক্ষণ পর দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। মাংস সিদ্ধ না হলে তবে আবারও গরম পানি দিয়ে ঝোল বাড়িয়ে সিদ্ধ করুন। 

মাংস নরম হবে এবং ঝোল শুকিয়ে গেলে অন্য একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ও কয়েকটা কাঁচা মরিচ ভাঁজতে থাকুন, সোনালি রং হলে তাতে গরুর মাংস দিয়ে ভাজতে থাকুন হালকা আঁচে। খুন্তি দিয়ে ভালো করে নাড়ুন। 

দেখবেন পুড়ে না যায় যেন ভাজতে ভাজতে রং কালো হতে থাকবে। যখন কালো হয়ে শুকনো হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে মজাদার গরুর মাংসের কালো ভুনা।