• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বর্ষা ঋতুর শাক সবজী

গাব ভর্তা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

উপকরণঃ কাচা গাব- ৪টা, চিংড়ী- ১/২ কাপ, নারিকেল কোরা- ১/২ কাপ, পিয়াজ কুচি-১/২ কাপ, কাঁচা মরিচ কুচি- ৪টা, শুকনো মরিচ- ৬টা, সরিষা বাটা - ১/২ টেবিল চামচ, সরিষার তেল- ১ টেবিল চামচ, সয়াবিন তেল - ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি-২ টেবিল চামচ, লবণ- স্বাদমতো।

প্রণালীঃ গাব ছিলে বীচি ফেলে ধুয়ে সিদ্ধ করে নিন l প্যানে সয়াবিন তেল গরম করে শুকনো মরিচ হালকা ভেজে উঠিয়ে নিন l এই প্যানেই চিংড়ী দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নিন l শেষে পিয়াজ -মরিচ কুচি হালকা ভেজে ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিন l  গাব, শুকনো মরিচ এবং নারিকেল একসাথে বেটে নিন  l লবণ, সরিষার তেল, সরিষা বাটা এবং ভাজা পেয়াজ-মরিচ দিয়ে ভাল করে মেখে নিন l গরম ভাতের সাথে পরিবেশন করুন l