• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গাড়ির এসি থেকে ক্যান্সারের ঝুঁকি!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

যাতায়াতের সুবিধার্থে গাড়ি ব্যবহার করা হয়। আর গরমে যাতে গাড়ির মধ্যে আরামে থাকা যায়, তাই ব্যবহার করা হয় এসি। বাইরের গরম থেকে এসেই গাড়িতে বসে সঙ্গে সঙ্গেই এসি চালু করে দেন নিশ্চয়! জানেন কি, এতে হতে পারে ক্যান্সারের মতো ভয়ানক ব্যাধি।

নিশ্চয় কাঁচবন্ধ গাড়ি রোদে পার্ক করান! তখন বাইরের তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে ভেতরে ২ থেকে ৪ হাজার মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়। গাড়িতে বসার সঙ্গে সঙ্গে এসি অন করে দিলে ওই জমা বেঞ্জিনই বের হয়ে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢোকে। যা আমাদের সহনক্ষমতার ৪০ গুণ বেশি। দীর্ঘদিন ধরে শরীরে বেঞ্জিন ঢোকার প্রভাব মারাত্মক।

চলুন জেনে নেয়া যাক এর ফলে কী কী ক্ষতি হয়-

> অস্থিমজ্জার কর্মক্ষমতা কমে।

> লোহিত কণিকার উৎপাদন কম হয়।

> রক্তস্বল্পতা দেখা দিতে পারে।

> এটি অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কমিয়ে দেয়।

> রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

> এর ফলে ঋতুচক্র অনিয়মিত হতে পারে।

> লিউকোমিয়া বা রক্তের ক্যান্সার হতে পারে।

> হঠাৎ শরীরে বেশি পরিমাণ বেঞ্জিন ঢুকে গেলে হৃদযন্ত্র কাজ বন্ধ করে দিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

সতর্কতা
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ গাড়ি খুলে ঢোকার পরেই এসি চালাবেন না। এসি চালানোর পর অন্তত ১০ মিনিট কাচ নামিয়ে রাখুন। যাতে জমে থাকা বেঞ্জিন বেরিয়ে যায়।