• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গুজব ছড়িয়ে আটক চাঁদপুরের ব্যবসায়ী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চাঁদপুরে খাজা মোহাম্মদ মাকসুদ (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেসবুক,ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ান বলে পুলিশ দাবি করেছে। আটক এ ব্যবসায়ীর বিরুদ্ধে আগেই রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

সূত্র জানায়, চাঁদপুরে পুলিশের গোয়েন্দা শাখা সোমবার বিকেলে এক অভিযান চালিয়ে শহরে বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্স থেকে আটক করে খাজা মোহাম্মদ মাকসুদ নামের ব্যক্তিকে। চাঁদপুর  জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নির্দেশে এসআই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ টিম তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে। আটক মাকসুদ গত ২১ মার্চ চট্টগ্রামের চিকিৎসক ইফতেখার আদনান ইউটিউব ও ফেসবুকে যে মিথ্যা তথ্য প্রচার করেছিলেন তা শেয়ার দিয়ে গুজব ছড়িয়ে দিতে সহায়তা করেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, খাজা মোহাম্মদ মাকসুদ সদর উপজেলার গাছতলা এলাকার মাওলানা খাজা ওয়ালীউল্লাহর ছেলে । তিনি চাঁদপুর শহরে সাইমন ডিজিটাল হাউজ এন্ড অফসেট প্রেসের মালিক। মাকসুদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনে চারটি মামলা বিচারাধীন।