• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গুঞ্জন মিথ্যা, ‘রাধে’ নিয়ে প্রকাশ্যে এলো সত্য

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

চলতি মহামারির কারণে সবকিছুই ছিল থমকে। মানুষ ঘরবন্দি জীবন কাটিয়েছে। বন্ধ ছিল সব কাজই। স্বাভাবিক নিয়মে কোনো কিছুই হয়নি। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তায় সবাই। তবে এখন স্বাস্থ্যবিধি মেনে ব্যস্ততম জীবন শুরু করেছেন বেশিরভাগ মানুষই।

কয়েকমাস বন্ধ থাকার পর ভারতে সীমিত পরিসরে প্রেক্ষাগৃহ খুলে দেয়া হয়েছে। তবে সিনেমা মুক্তি নিয়ে এখনো দ্বিধায় নির্মাতারা। ইতোমধ্যে বেশ কিছু বলিউড সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আরো কিছু মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, সুপারস্টার সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে এই গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি জানিয়েছেন, আগামী বছর ঈদে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

এর আগে চলতি বছর ঈদুল ফিতরে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটির মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। তবে কয়েকদিন আগেই সিনেমাটির শুটিং শেষ করেছেন সালমান খান। বর্তমানে এটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সালমান ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা।