• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গোলাপ মিয়া-জামাল উদ্দিনের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি পেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০১৯  

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজলার আবুল খায়ের গোলাপ মিয়াসহ দুইজনের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী কদর আলী তার জবানবন্দি পেশ করছেন।

সাক্ষীর জবানবন্দি শেষে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভােকেট মিজানুর রহমান।

মামলায় আবুল খায়ের গােলাপ মিয়া ছাড়া অপর আসামি হলেন- মাে. জামাল উদ্দিন আহম্মদ ওরফে মাে. জামাল উদ্দিন।

২০১৮ সালের ৮ মার্চ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। দুই আসামির মধ্যে গােলাপ মিয়াকে একই বছরের ১২ এপ্রিল এবং ২৩ নভেম্বর জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগিসংযাগ ও ধর্ষণের মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে ১৭ জনকে হত্যা, ৬ নারীকে ধর্ষণ, ২৫টি বাড়িতে অগিসংযােগ ও ৩০ জনকে অপহরণ-নির্যাতনের অভিযোগ রয়েছে।