• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

চ্যাট ট্রান্সফার করার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ মে ২০২১  

প্রতিদিনই বাজারে নতুন নতুন মোবাইল ফোন লঞ্চ হচ্ছে। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকরাও তাদের মোবাইলের ব্র্যান্ড পরিবর্তন করে থাকেন। নিয়মিত স্মার্টফোন বদলের কারণে আমরা হোয়াটসঅ্যাপে থাকা চ্যাটগুলো হারিয়ে ফেলি। বিষয়টি চিন্তা করে চ্যাট ট্রান্সফার ফিচার নিয়ে আসছে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট স্যুইচ করার সময় অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখেন। এছাড়া আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে আইক্লাউড। কিন্তু এই ব্যাকআপগুলোকে অন্য ডিভাইসে স্থানান্তরিত করার জন্য অনুমতি দেয় না হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের খবর প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে আসতে চলেছে যা, আইওএস এবং অ্যানড্রয়েড ফোনগুলোর মধ্যে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে দেবে। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই ফিচার। ওয়েবসাইটটি একটি স্ক্রিনশট শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে ‘move chats to Android’ আর সঙ্গে ‘update now’ ও ‘not now’ লেখা রয়েছে।

নতুন ফিচারটি নিয়ে অনেক ব্যবহারকারীই বেশ উচ্ছ্বসিত। নতুন এই ফিচার চালু করার হলে অ্যানড্রোয়েড এবং আইফোন এ দুই ব্যবহারকারীর ক্ষেত্রেই অনেক সুবিধা হবে। তবে কবে নাগাদ এই ফিচারটি কার্যকর হবে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।