• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের জন্মদিন আজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান ও জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ৯৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে মহানগর ঢাকা ও মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরপর বিকেলে মহিউদ্দিনের ধানমন্ডির বাসায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজে তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, স্মরণ সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হকের উদ্যোগে পৌর শহরের অফিসে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি গুলিশাখালীতে মহিউদ্দিন আহমেদ সৃতিসংসদের আয়োজনে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের একজন সিনিয়র সদস্য ছিলেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া হতে এম.এল.এ এবং ১৯৭৩, ১৯৭৯ ও ১৯৯১ সালে এমপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের ডেপুটি লিডার ছিলেন।

১৯২৫ সালের ১৫ জানুয়ারি বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়ার গুলিশাখালি গ্রামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন আহমেদ। তার পিতার নাম আজাহার উদ্দিন আহমেদ। ১৯৯৭ সালের ১২ এপ্রিল মারা যান তিনি।