• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদকপাচারকারী নিহত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ইয়াবাকারারি নিহত হয়েছে। আজ শনিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ছ্যুরিখাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় বেশকিছু ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান জানান, ‘রাতে টেকনাফস্থ হ্নীলা ইউনিয়নের লেদা বিওপি’র সদস্যরা টহল দেয়ার সময় মিয়ানমারের ওপার ৪ থেকে ৫ জন নৌকা নিয়ে নদী পার হয়ে এপারে আসলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের পিছু ধাওয়া করলে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এসময় বিজিবির তিন সদস্য আহত হয়।’ 

তিনি জানান, ‘এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এসময় ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা, দুটি দেশিয় তৈরী বন্দুক, দুটি বন্দুকের তাজা কার্তুজ, একটি খালি খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয় বলেও জানান বিজিজির এই কর্মকর্তা।