• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

টেক্সটাইল মিল ফের চালুতে উৎসাহিত করা হবে বিদেশি বিনিয়োগ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) বন্ধ থাকা মিলগুলো ফের চালু করতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সোমবার সচিবালয়ে চীনের শান্সি ইকোনমিক অ্যান্ড ট্রেড ডেলিগেশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে বস্ত্রখাত থেকে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট শিল্পের প্রতি খুবই আন্তরিক। বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগকে সব ধরনের সহযোগিতা করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের হস্তান্তরিত বেসরকারি খাতে অনেক বস্ত্রকল বর্তমানে বন্ধ রয়েছে। বেসরকারি খাতে হস্তান্তরের সময় যেসব শর্ত দেয়া হয়েছিল, সেসব শর্ত ভঙ্গকারীদের থেকে বস্ত্রকল পুনঃগ্রহণ করা হচ্ছে। পিপিপি (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) বা জিটুজির (সরকার টু সরকার) মাধ্যমে চালু করার ব্যবস্থা নেয়া হয়েছে।’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বস্ত্র শিল্পে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে সরকার। দেশের প্রতিটি বৃহত্তম জেলায় একটি করে টেক্সটাইল কলেজ এবং প্রতিটি জেলায় একটি করে ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। উৎপাদনশীলতা, কর্মসংস্থান, রফতানি ও বিনিয়োগ বৃদ্ধি করাই বর্তমান সরকারের লক্ষ্য।’

বৈঠককালে চীনের শান্সি ইকোনোমিক অ্যান্ড ট্রেড ডেলিগেশনের প্রতিনিধি জানান, চীন বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক দিলীপ সাহা, বিটিএমসির চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ, সান্সি ইকোনমিক অ্যান্ড ট্রেড ডেলিগেশনের প্রতিনিধি শান্সি প্রদেশের ডেপুটি গভর্নর ওয়াং ইয়াসিন, ডিরেক্টর ঝাও জুয়ানজো, শান্সি প্রদেশের ডিপার্টমেন্ট অব কমার্সের পরিচালক হান চুনলি বৈঠকে উপস্থিত ছিলেন।