• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিটি বিভাগের ঈদ পুনর্মিলনী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ মে ২০২০  

 

 ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অনলাইনে ঈদ পুনর্মিলনী সভা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

মঙ্গলবার (২৬ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার নাটোরের সিংড়া উপজেলার বাসভবন থেকে সভাপতি হিসেবে যুক্ত হন এবং আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

ভিন্ন প্রেক্ষাপটে আইসিটি পরিবারের কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে ঈদ উদযাপন করেছেন, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তারা।

করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করায় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি সরকারের নির্দেশ অনুযায়ী ঘরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মহামারি শেষ হবে। প্রযুক্তির সহায়তায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব এবং একই সাথে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

তিনি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি, করোনায় স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনলাইন ঈদ পুনর্মিলনীতে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ বিভাগ এবং এর অধীন বিভিন্ন সংস্থার প্রধান ও কর্মকর্তাগণ যুক্ত হন।