• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ডিসেম্বর-জানুয়ারিতে ঢাকায় ডি-৮ ঢাকা সামিট

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় ডি-৮ সামিট অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের কারণে এই সামিট হবে ভার্চ্যুয়াল ফর্মে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনলাইনে গত ১১ আগস্ট ডি-৮ এর কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে কো-চেয়ার ছিলেন তুরস্কের উপপররাষ্ট্র মন্ত্রী ফারুক কাইমাকসি ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে উপস্থিত ছিলেন ডি-৮ এর সেক্রেটারি জেনারেল জাফর কু সারি।

সভায় চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে ভার্চ্যুয়ালি ঢাকায় ডি-৮ সামিট অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামিটে রোহিঙ্গা ক্যাম্প ভার্চ্যুয়ালি দেখানো হবে।

ডি-৮ এর ঢাকা সামিটের মধ্যে দিয়ে বাংলাদেশ সংস্থাটির পরবর্তী চেয়ারম্যানশিপ গ্রহণ করবে। ১৯৯৭ সালে অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ডি-৮ প্রতিষ্ঠা করা হয়। এই জোটের সদর দপ্তর তুরস্কে। ডি-৮ সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।