• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ত্রাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে: তাজুল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

করোনা মহামারির মধ্যে ত্রাণ বিতরণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শনিবার দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এক ভার্চুয়াল সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মহামারির মধ্যে ত্রাণ বিতরণে ৬২ হাজার জনপ্রতিনিধির মধ্যে ৫ শতাংশেরও কম অনিয়মে জড়িত হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

করোনাভাইরাসের বিস্তারের পর জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তাজুল বলেন, আমরা লকডাউন করেছি। মানুষ যেন সেটা মানে সে চেষ্টা করা হয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করলে আমাদের স্কোরটা কিন্তু বেশি না।

পৃথিবীর খুব কম দেশেই লকডাউন বা সরকারি সিদ্ধান্তগুলো মানতে রাজি হয়েছে বলেও দাবি করেন স্থানীয় সরকারমন্ত্রী।