• শনিবার ৩০ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৬ ১৪৩০

  • || ১৯ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঈদ স্পেশাল রান্না

থাই বিফ সালাদ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

যা যা লাগবেঃ

সালাদ ড্রেসিং এর জন্যঃ

লেবুর রস- ১ টেবিল চামচ, পিয়াজ (মোটা ফালি করে কাটা) ১/২টা, রসুন (থেঁতো করা) ৩ কোয়া, কাঁচা মরিচ কুচানো- ২টি, ফিস সস ১ টেবিল চামচ, সয়া সস- ১ টেবিল চামচ, সিসমি অয়েল- ২চা চামচ, পাম সুগার- ১ টেবিল চামচ, গোল মরিচ গুড়া- ১/২ চা চামচ, পাপরিকা- ১/২ চা চামচ, লবণ স্বাদ মত।

বিফের জন্যঃ চর্বি ছাড়া বিফের টুকরা- ৫০০ গ্রাম, আদার রস- ১ টেবিল চামচ, ভিনেগার- ১ টেবিল চামচ, লবণ- ১ চা চামচ, সিসমি অয়েল- ১ টেবিল চামচ, পানি- পরিমান মত।

অন্যান্যঃ লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম কিউব- ১ কাপ, শসা কিউব- ১/২ কাপ, টমেটো কিউব- ১/২ কাপ, ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি- ১ টেবিল চামচ। 

যে ভাবে করবেনঃ

সিসমি অয়েল ছাড়া বাকি উপকরণ দিয়ে বিফের টুকরো সিদ্ধ করে নিন। প্যানে সিসমি অয়েল গরম করে সিদ্ধ বিফের টুকরো হালকা পোড়া করে ভেজে স্লাইস করে কাটুন। ড্রেসিং এর সব উপকরণ একসাথে ফেটে নিন। বিফ স্লাইস, ক্যাপসিকাম, শসা-টমেটো কিউব একসাথে নিন। সালাদ ড্রেসিং, ধনে পাতা ও পুদিনা পাতা মিশান। চামচ দিয়ে উল্টেপাল্টে মাখিয়ে নিন।