• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত বেড়ে ২৯

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

থাইল্যান্ডের কোরাট শহরে এক সেনা সদস্যের এলোপাতাড়ি গুলির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো ৫২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

এরআগে রোববার আহতদের হাসপাতালে দেখতে গিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝা জানান, একটি জমির চুক্তি নিয়ে মনের ক্ষোভ থেকে সেই সেনা সদস্য এই কাজ করেছে। তার কাছে মনে হয়েছিলো যে তাকে ঠকানো হয়েছে। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে থাই সেনা সদস্য জাকরাপান্থ থোমা এই বন্দুক হামলা চালান।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানিয়েছেন, হামলাকারী প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাথাড়ি গুলি চালান। পরবর্তীতে বিশেষ সেনা অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়।