• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দরিদ্রদের মাঝে দেশব্যাপী ত্রাণ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দেশের ৬৪ জেলায় ঘর থেকে বের না হওয়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে সরকারি অনুদানের ত্রান পৌঁছে যাচ্ছে প্রশাসনের মাধ্যমে।এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ।দেশের দুর্গম এলাকাগুলোও বাদ যাচ্ছেনা।

রাজশাহী

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া রাজশাহীর নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি। প্রায় চারশ' জন দুস্থ মানুষের হাতে পাঁচ কেজি করে চাল-ডাল ও তেল সাবান দেয়া হয়।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের কার্যালয়ের সামনে অসহায় দরিদ্র ১ হাজার শ্রমিক পরিবারের মাঝে এ সহায়তা বণ্টন করা হয়।

দিনাজপুর

দিনাজপুরে হিজড়া পল্লীতে ৪০ জন হিজড়ার মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সরকারি, বেসরকারি পর্যায়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

যশোর

করোনা ভাইরাসের কারণে যশোরে ঘরবন্দি থাকায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ।

অন্যান্য

টাঙ্গাইল, রাঙ্গামাটি, ঝিনাইদহ, মানিকগঞ্জ, চাঁদপুর, মোংলা ও জয়পুরহাটে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।