• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দুবাইতে এনআইডি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

প্রবাসী নাগরিকরা যে দেশে অবস্থান করবেন সেখানেই তাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যেই আগামী ১৮ নভেম্বর দুবাইতে এনআইডি সরবরাহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাও এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানায় ইসি। 

ইসি কর্মকর্তারা জানান, সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মো. আলমগীর, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামসহ মিড লেবেলের কর্মকর্তারাও থাকবেন।