• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দুর্গম পার্বত্যাঞ্চলে শতাধিক রোগীকে সেনাবাহিনীর চিকিৎসা প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

 


দুর্গম পার্বত্যাঞ্চলের খাগড়াছড়িতে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক রোগীকে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। এদিকে বান্দরবানে হাম আক্রান্ত হয়ে আরও ৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম রবিধানপাড়া এলাকায় হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৭৩ শিশুসহ শতাধিক নারী-পুরুষের সেবায় কাজ করছেন সেনাবাহিনীর চিকিৎসক দল। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আক্রান্তদের বিনামূল্যে দেয়া হচ্ছে ওষুধ ও পুষ্টিকর খাদ্যসামগ্রী।

এদিকে বান্দরবানের থানচি উপজেলায় হামে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির পর থেকেই জরুরি সেবা দেয়া হচ্ছে। লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। এর আগে লামার লাইল্য মুরুং পাড়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ শিশু।