• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি যুবলীগ চেয়ারম্যানের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। একইসঙ্গে যুবলীগের নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে এবং দুর্নীতি প্রতিহত করতে আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) নেতাকর্মীদের সতর্ক করে এ বার্তা দেন যুবলীগ চেয়ারম্যান। সম্প্রতি সংগঠনের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির সহায়তা নিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে দুর্নীতিবিরোধী এ বার্তা দিলেন তিনি।

বার্তায় শেখ ফজলে শামস পরশ বলেন, গত ৫ মাস ধরে বাংলাদেশ যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে সহযোগিতা পৌঁছে দিচ্ছে। মানুষের পাশে যুবলীগ সবসময় ছিল, থাকবে— এ বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আরেকটি বিষয় আমরা লক্ষ করছি— ইদানীং কিছু দুর্নীতিবাজ বর্তমান অবস্থার সুযোগ নিয়ে ব্যক্তিগত ফায়দা লুটতে চেষ্টা করছে। আমাদের যুবলীগ এ ব্যাপারে সজাগ থাকবে, সচেতন থাকবে। দুর্নীতি ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় যুবলীগ দেবে না। যুবলীগ দুর্নীতি প্রতিহত করবে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় বিভিন্ন দুর্নীতির উদাহরণ পাওয়া যাচ্ছে। ত্রাণ থেকে শুরু করে তহবিলের অর্থ আত্মসাৎ, ভুয়া সার্টিফিকেট, নকল মাস্ক, নকল পণ্য দিয়ে ফায়দা নিচ্ছে। আমি আশা করব আমাদের যুবলীগ এসব প্রতিহত করবে। এসব দুর্নীতিবাজ, যারা করোনা সংকটের মধ্যেও মানুষের জীবন নিয়ে খেলা করে, ব্যক্তি স্বার্থ হাসিল করে, তাদের বিষয়ে যুবলীগের কোনো সহমর্মিতা তো নেইই, বরং যুবলীগ তাদের প্রতিহত করবে। এ ব্যাপারে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যুবলীগের জিহাদ অব্যাহত থাকবে।

করোনা সংকটে যুবলীগের নেতাকর্মীদের কাজের প্রশংসা করে শেখ পরশ বলেন, যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই, যারা জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী বৃক্ষরোপণ কাজ চালিয়ে যাচ্ছে যুবলীগ। যারা এ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ধন্যবাদ জানাই। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে অনেকে করোনায় আক্রান্ত হচ্ছে। কয়েকজন মারাও গেছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।