• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দড়ি বেয়ে তিন হাজার ফুট নিচের স্কুলে ৬ বছরের শিশু!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

স্কুল জীবন নিয়ে ভালো-মন্দ অভিজ্ঞতা সবারই আছে। অনেক কষ্ট করে বা অনেক সুখে থেকে শিক্ষা অর্জনের গল্পও অনেকের জীবনে আছে। বহুবার কলাগাছের ভেলায় ভেসে, হাঁটুপানিতে, অথবা চিকন বাঁশের ভাঙ্গা সেঁতু পেরিয়ে দুর্গম স্কুলে যাওয়া গল্পও শুনেছেন নিশ্চয়!

কিন্তু এই স্কুলের গল্পটা একটু আলাদা। চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রাম আটুলিয়ে। পাহাড়ের উপরই বাস এই গ্রামবাসীর।

 

প্রায় তিন হাজার ফুট উচ্চতা এই পাহাড়ের

প্রায় তিন হাজার ফুট উচ্চতা এই পাহাড়ের

মেরেকেটে ৭২ থেকে ৭৫টি পরিবারের বাস প্রায় তিন হাজার ফুট উচ্চতার এই পাহাড়ে। তাদের সবকিছুই করতে হয় অত উঁচু থেকে নিচে এসে সমতলে। তাই স্কুলও নিচে। আর গ্রামের ৬ থেকে ১৫ বছরের শিশুরা স্কুলে আসে এভাবেই পাহাড় থেকে দড়ি বেয়ে! একবার স্কুলে আসলে সপ্তাহ দুয়েক নিচেই থাকে পড়ুয়ারা।

পরে তাদের অভিভাবকরা নিয়ে যান আবার নিজেদের বাড়িতে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সিচুয়ানের কর্মকর্তারাও বলেছেন, খুব তাড়াতাড়ি অন্য কিছুর ব্যবস্থা করবেন তারা।