• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নাজিরপুরে কিশোরকে পিটিয়ে হত্যার দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে নাজিরপুরে সুজিত মন্ডল (১৩) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার দায়ে উত্তম তরফদার (৩২ ) নামের এক যুবককে ১০ বছরের  কারাদন্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের অতিরিক্ত  জেলা দায়রা জজ মো. শামসুল হক এর আদালত আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকালে এ রায় প্রদান করেন।

আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্ত  উত্তম তরফদার যশোর জেলার মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের সুভাষ তরফদারের পুত্র। আর পিটিয়ে হত্যা করা কিশোর সুজিত মন্ডল একই এলাকার উত্তম মন্ডলের পুত্র। তারা উভয়েই  পৃথক ২টি শুয়োরের পালের পালক হিসেবে দায়িত্বে ছিলো। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৪  সালের ২০ মার্চ অভিযুক্ত উত্তম তরফদার ও নিহত সুজিত মন্ডল জেলার নাজিরপুর উপজেলার  শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে পৃথক ২টি শুয়োরের পালের দায়িত্ব পালন করে। এ সময় নিহত সুজিতের দায়িত্বে থাকা শুয়োরের পালের কয়েকটি শুয়োর উত্তম তরফদারের পালের সাথে মিশে নিঁখোজ হয়।  এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে অভিযুক্ত উত্তম তরফদার  ওই রাতের ৩টার দিকে অন্য পালের দায়িত্বে থাকা  কিশোর সুজিত মন্ডলকে বাঁশের  লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।  এতে সে গুরুতর আহত হলে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরের দিন ২১ মার্চ সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মালিক রুপচাঁদ তরফদার বাদী হয়ে একটি একটি হত্যা মামলা দায়ের করেন।