• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নাজিরপুরে কৃষকদের ধানকেটে দিলো ছাত্রলীগ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  


পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ। রবিবার (২৬ এপ্রিল)   উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের ৩ কৃষকের ধান কেটে তা বাড়ি পৌঁছে দেয়   উপজেলা ছাত্রলীগ।  নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চেধৈুরী তাপসের নেতৃত্বে ওই দিন সকাল ৯টায় শুরু হওয়া ওই ধান কাটা কর্মসূচীতে অংশ গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিক সহ প্রায় শতাধীক ছাত্রলীগ কর্মীরা।  এ সময় ওই  এলাকার ৩ কৃষকের প্রায় ৮ একর জমির ধান কেটে তা বাড়ি পৌছে দেন।  উপজেলা ছাত্রলীগের  আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, আমি সম্প্রতি স্থানীয় ছাত্রলীগের এক কর্মীর মুঠোফোনের মাধ্যমে জানতে পারি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের  বর্গা চাষী জাফর শেখ, মিনার শেখ ও মোস্তফা শেখ সহ ওই এলাকার প্রায় ৬/৭ জন বর্গা  চাষী তাদের  আর্থিক সমস্যার কারনে ধান কাটতে পাড়ছে না  । পরে ওই সব কৃষকদের কাছে    গিয়ে খোঁজ-খবর নিয়ে এ কর্মসূচী হাতে নেই । 
ওই এলাকার কৃষক জাফর শেখ জানান, সকালে উপজেলা ছাত্রলীগের  আহ্বায়ক তরিকুল ইসলাম তাপসের  নেতৃত্বে আমাদের কাছে প্রায় শতাধীক ছাত্রলীগ কর্মীরা আসেন এবং ধান কেটে দিতে ইচ্চা প্রকাশ করেন। আমরা তাদের মাঠে নিয়ে  যাই। তারা আমাদের ধান কেটে তা বাড়ি পৌঁছে দেন। 
স্থানীয় কৃষক মোস্তফা শেখ জানান, জমির ধান পেকে গেছে।   তা ছাড়া  জমিতে পানিও উঠেছে। কিন্তু শ্রমিক সংকটের কারনে জমির ধান কেটে বাড়িতে নিতে পাড়ছিলাম না। ছাত্রলীগের এমন উদ্যোগে আমার ধান কেটে বাড়ি পৌঁছে যাওয়ায় দু:শ্চিন্তা মুক্ত হলাম।  
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.অনিরুজ্জামান অনিক জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নির্দেশে আমরা জেলা জেলা ব্যাপী এ কর্মসূচী চালাচ্ছি। যে সব কৃষক   আর্থিক সমস্যার কারনে তাদের ধান কেটে বাড়িতে নিতে পারবেন না তারা আমাদের ফোনে জানালে আমরা সেখানে গিয়ে ওই সব কৃষকের ধান কেটে দিবো।