• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নাজিরপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ মে ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা প্রদান করা হয়।
জানা গেছে, ৭ পদাতিক ডিভিশন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচ এর উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন ও সেবা দান করা হয়। সেখানে চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ফ্রি ঔষধ ও মাস্ক    বিতরন করা  হয়। ওই দিন ওই উপজেলার ২শত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। আর এ জন্য সেখানে স্থাপন করা হয়েছে জীবানু নাশক স্প্রে পয়েন্ট। প্রতি রোগীর  চিকিৎসার  আগে  প্রত্যেককে ওই জীবানু নাশক স্প্রে পয়েন্টের মাধ্যমে জীবানু মুক্ত করা হয়।
এ সময় সেখানে চিকিৎসা  প্রদান করেন সিএমএইচ ৬ হর্স, শেখ হাসিনা সেনানিবাসের ও ৭ পদাতিক ডিভিশনের চিকিৎসক মেজর মো. রফিকুল ইসলাম। তিনি  জানান, ঋতু পরিবর্তন জনিত কারনে যে সব রোগ হয়ে থাকে তার চিকিৎসা প্রদান করা হয়। আর এ জন্য জ্বর, সর্দি,কাশি সংশ্লিষ্ট রোগের চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ দেয়া হচ্ছে।
ওই চিকিৎসা ক্যাম্পের আয়োজক  মেজর মো. সদিকুর রহমান জানান, জেলার অত্যান্ত প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের সেবা পৌছে দিতে আমাদের এ আয়োজন।
এ ব্যাপারে পিরোজপুর জেলা  সেনাবাহিনীর দায়িত্বে থাকা লে.কর্নেল মো. মশিউর রহমান জানান,  দেশের এ ক্রান্তি কালে জেলার একটি রিমোর্ট এলাকা হিসাবে এটিকে বেছে নিয়ে আমরা সেবা দিচ্ছি। এ সময় আমরা প্রত্যেককে প্রয়োজনীয় ফ্রি ঔষধ ও মাস্ক প্রদান করা হবে।