• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পূজার স্পেশাল রান্না

নারকেলের সন্দেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০  

সুস্বাদু একটি খাবার নারকেলের সন্দেশ।  যা কিনা সব বয়সের মানুষের খুবই পছন্দের। আর এই নারকেলের সন্দেশ বানাতে খুবই কম উপকরণ আর অল্প সময়েই ঘরে তৈরি করা যায়। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন ভিন্ন স্বাদের নারকেলের সন্দেশ। 

উপকরণ
নারকেল কোড়ানো দুই কাপ, দুধ এক কাপ, গুঁড়া দুধ ১/২ কাপ, মাওয়া ১/৩ কাপ,  চিনি ১/২ কাপ, এলাচ তিন থেকে চারটি, দারুচিনি দুটি, ভাজা বাদাম গুঁড়া এক টেবিল চামচ। 

যেভাবে তৈরি করবেন
প্রথমে নারকেল, চিনি ও ১/২ কাপ পরিমাণে দুধ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ১/২ কাপ হালকা গরম দুধের মধ্যে ১/২ কাপ গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে ব্লেন্ড করা নারকেল নিয়ে নিন। এরপর এর মধ্যে এলাচ, দারুচিনি এবং গুঁড়া দুধের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এটা চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন। এরপর নারকেলের মধ্যে থাকা দুধটা শুকিয়ে এলে এর মধ্যে মাওয়া দিয়ে দিন। আবার সাত থেকে আট মিনিট নাড়তে থাকুন। এরপর এর মধ্যে মিশিয়ে নিন ভাজা বাদামের গুঁড়া। এরপর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এটি হাত দিয়ে মেখে নিন। 

এরপর মিশ্রণটি দিয়ে ছোট ছোট বল করে একটা ডিজাইনার ডাইস দিয়ে ডিজাইন করে নিন। অথবা আপনার পছন্দমতো আকার দিন। তারপর ঠান্ডা করে পরিবেশন করুন নারকেলের সন্দেশ।